voter list name search : ৫লক্ষ্য নাম বাতিল হল ,আপনার নাম দেখুন

voter list name search : আর কিছুদিন বাদেই বাংলায় হতে চলেছে পঞ্চায়েত ইলেকশন । কমিশনের তরফ থেকে শুরু হয়ে গেছে চূড়ান্ত পর্যায়ের নাম তোলা বা বাদ দেওয়ার কাজ । যত ভুয়ো নাম রয়েছে বা যে সকল বেক্তি এখন জীবিত নেই অথচ ভোটার লিস্টে নাম রয়েছে সেই সকল বেক্তিদের খুঁজে বার করে তাদের নাম বাদ দেওয়ার কাজ চলছে । আপনার নামটি ভোটার লিস্ট থেকে এখন বাদ গেল কিনা তা আপনি জানবেন কি ভাবে ?ভোটার লিস্টে নাম যদি না থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন না ।
কমিশনের পক্ষ থেকে নতুন ভোটার লিস্ট পাবলিস্ট করা হয়েছে । এই বছর অর্থাৎ ২০২৩ সালে কমিশনের ভোটার লিস্টে মোট ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন ভোটারের নাম রয়েছে । এই সকল ব্যক্তিরা এই বছর ভোট দেবেন । কমিশনের তরফ থেকে জানান হয়েছে নতুন ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে ৪,১৫,২২৯ জনের । এই সকল ব্যক্তিরা এই বছর পঞ্চায়েত ইলেকশনে ভোট দিতে পারবেন না । এখন আপনার নামটি নতুন ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কিনা তা জানবেন কি ভাবে ?

আরও পড়ুন : BHIM UPI & RuPay Debit Card :এবার ডিজিটাল লেনদেনে ক্যাশব্যাক দেবে মোদী সরকার

কিভাবে দেখব আমার নাম ভোটার লিস্টে রয়েছে কি নেই

  • ভোটার লিস্টে নাম দেখার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in এই লিংকে
  • হোম পেজের ডানদিকের একটু তলায় দেখতে পাবেন (Voter List) নাম একটি অপশন ।এই অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর যে লিস্টটি আসবে তাতে আপনাকে আপনার জেলাটি চিন্নিত করে তাতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার কাছে যে লিস্টটি আসবে তাতে আপনাকে আপনার বিধানসভার নামটি চিন্নিত করে তাতে ক্লিক করতে হবে।
  • এখন আপনার কাছে যে লিস্ট আসবে তাতে আপনাকে আপনার পোলিং স্টেশন অর্থাৎ আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নামটি খুঁজে বার করতে হবে । ভোট গ্রহণ কেন্দ্রের ঠিক পাশেই দেখবেন লেখা রয়েছে Draft Roll এই অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার কাছে একটি ক্যাপচা বক্স ওপেন হবে সেখানে ঠিকঠাক ক্যাপচাটা বসিয়ে দিলেই হবে।
  • সঙ্গে সঙ্গে দেখবেন pdf আকারে আপনার কাছে নতুন ভোটার লিস্টিই ডাউনলোড হয়ে যাবে।

 

Leave a Comment