আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে শচীনকে টপকে গেলেন বিরাট

2023 সালের শুরুটা বিরাট কোহলি (Virat Kohli)কাছে খুবই শুভ হয়ে রইল । ঘরের মাঠে সেঞ্চুরি দিয়ে বছরটা শুরু করে তিনি বুঝিয়ে দিলেন তিনি এখনো সবার উপরে । এদিন দেশের মাটিতে শ্রীলংকার বিরুধ্যে সেঞ্চুরির দিক দিয়ে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে গেলেন । আজ শ্রীলংকার বিরুধ্যে তাঁর ৯বম সেঞ্চুরি ছিল যেখানে সচিনের রয়েছে শ্রীলংকার বিরুধ্যে দেশের মাটিতে ৮টি । কিছুদিন আগেই যখন বিরাট রান পাচ্ছিলেন না তখন পড়তে হয়েছিল সমালোচনার মুখে ,কিন্তু প্রথমে টি ২০ওয়ার্ল্ডকাপ এবং আজ আবার শ্রীলংকার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করে সমস্ত সমালোচকদের তিনি মুখ বন্ধ করে দিলেন । এই নিয়ে বিরাট কোহলির ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা হয়ে দাঁড়াল ৪৫ । তাঁর সর্বমোট সেঞ্চুরি সংখ্যা এখন ৭৩টি ।

Virat surpassed Sachin by scoring a century against Sri Lanka today

এদিন প্রথমে ইন্ডিয়া ব্যাট করতে নামে । শুরুটা বেশ ভালোই করে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল । রোহিত শর্মা ৬৭ বলে ৮৩ রান করে আউট হয়ে যান । বড় রান করে শ্রীলংকাকে চাপে ফেলার পথ তৈরি করে দিয়ে যান । তারপর বিরাট বাকি কাজটা খুব ভাল ভাবে করেন । ৮৭ বলে ১১৪ রানের একটি দুর্দান্ত ইনিগ্স উপহার দেন তিনি । তিনি তাঁর হাফ সেঞ্চুরি পূর্ন করেন ছক্কা মেরে । বড় রানের স্কোর করতে সখ্যম হয় টিম ইন্ডিয়া । শ্রীলংকার বিরুদ্ধে সাত উইকেটে হারিয়ে ৩৭৩ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া ।

আরও পড়ুন : বিকিনিতে দেবলীনার ‘বেশরম রং’ গানে নাচ দেখে কটাক্ষ,মোটেই ভাল হয়নি নাচ দীপিকা ৫০গুন্ ভাল নেচেছে ,রইল ভিডিও

 

 

 

 

Leave a Comment