UPI transactions: আজকাল এই ডিজিটাল যুগে মানুষ সবথেকে বেশি নির্ভরশীল হয়ে পড়েছে UPI পেমেন্টে । আজ যদি আমাদের হাতে নগদ টাকা না থাকে তাহলে কোন চিন্তার কারণ নেই কাছে ফোন থাকলেই হবে । একটি ফোন থেকে অন্য একটি ফোনে একটি ক্লিকের মাধ্যেমেই আমরা টাকা আদান প্রদান করে থাকি । কোটি কোটি মানুষ এখন এই সুবিধা উপভোগ করে চলেছে । এবার কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যাতে সুবিধা পাবেন বিদেশ থাকা মানুষ ।
এতদিন আমরা টাকা আদান প্রদান কেবল মাত্র নিজের দেশেই করতে পারতাম UPI এর মাধ্যমে । এবার বিদেশে থাকা ভারতীয়রা এই সুবিধা পেতে চলেছে বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানান হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে এবার থেকে ১০টি দেশে বসবাস করি ভারতীয়রা এই সুবিধা পেতে চলেছে । এই ১০টি দেশ হল – অস্ট্রেলিয়া, হংকং, কানাডা, সিঙ্গাপুর, সৌদি আরব, আমেরিকা, গ্রেট ব্রিটেন, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি।
আরও পড়ুন :voter list name search : ৫লক্ষ্য নাম বাতিল হল ,আপনার নাম দেখুন
সরকারের পক্ষ থেকে এও জানান হয়েছে এই টাকা আদান প্রদানের সময় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট মেনে হচ্ছে কিনা তার দিকেও নজর রাখা হবে । এখনো পর্যন্ত যা খবর তাতে ৩০ এপ্রিলের মধ্যেই এই নিয়ম কার্যকর হতে চলেছে । তাই এবার থেকে বিদেশে থাকা ভারতীয়রাও তাদের টাকা আদান প্রদান ফোনের মাধ্যমে করতে পারবেন ।