ধুলোবালি পরিষ্কার করার জন্য মানুষ কতদূর যে যেতে পারে তা এই ভিডিও দেখলেই ভাল ভাবে বোঝা যাচ্ছে । আপনি বা আমি যদি বাড়ির মধ্যে কোন একটু উঁচু চেয়ারে উঠে কোন কাজ করি সেই সময় আমাদের চিয়ারটিকে কেও না কেও ধরে থাকে যাতে আমরা পড়ে না যাই । কিন্তু আজকের এই ভাইরাল হওয়া ভিডিওটিই দেখা যাচ্ছে একজন মহিলাকে কোন সেফটি বেল্ট ছাড়াই একটি বহুতলের বাড়ির জানলা পরিষ্কার করতে । ভিডিওটি পুরোটা দেখলে ভালো ভাবে বোঝা যাচ্ছে যে এটি একটি আবাসন এবং মহিলাটি সেই আবাসনের প্রায় উপর ভাগে রয়েছেন । যেখান থেকে পড়লে তিনি যে কোন ভাবেই বাঁচবেন না তা ভাল ভাবেই বোঝা যাচ্ছে । এই ভিডিও যারা দেখেছেন তারাই ওই ভদ্র মহিলাকে ওতো উঁচুতে বিনা সেফটি বেল্টে কাজ করতে দেখে আঁতকে উঠেছেন ।
আরও দেখুন : Watch Video : বাইক মাথায় করে সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন এক ব্যক্তি
ভিডিওটি শেয়ার করা হয়েছে এবিসি নিউজের ইনস্টাগ্রাম একাউন্টে । এই ভিডিও টি শেয়ারারে মাধ্যমে বোঝান হয়েছে যে এই মূল্যবান জীবন নিয়ে কখনই ছেলে খেলা করা উচিত নয় । কখন কোন অবস্থাতেই যে আমাদের বিনা সেফটি বেল্টে এইরকম উঁচু জায়গায় ওঠা উচিত নয় । এবার আপনারাও দেখে নিয়ে সেই ভাইরাল ভিডিও :
View this post on Instagram