Siddharth and Kiara’s wedding :হাজার কড়াকড়ির মধ্যে ফাঁস হয়ে গেল সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের ছবি

Siddharth and Kiara’s wedding: অবশেষে আজ মঙ্গলবার দুই হাত এক হয়ে গেল কিয়ারা আডবানী ও সিদ্ধার্থ মালহোত্রার । রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছে কিয়ারা এবং সিদ্ধার্থের বিয়ের আসর ।গোলাপি থিমে সাজান হয়েছে পুরো বিয়ের মণ্ডপটিকে । বিয়েতে হাজির ছিলেন বলিউডের নামকরা সকল সেলিব্রিটিরা । সোনা যাচ্ছে অন্যান সেলিব্রিটিদের মত কিয়ারা এবং সিদ্ধার্থের বিয়েতে হাজির হওয়া বেক্তিদের ফোন নিয়ে ঢোকার অনুমতি ছিল না কারণ কোন একটি OTT প্লার্টফর্মে দেখান হবে এই দুই যোগলের বিয়ে । শত কড়াকড়ির মধ্য ফাঁস হয়ে গেল সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের বেশ কিছু ছবি ।

বিয়েতে মনীষ মালহোত্রার ডিজাইনের ড্রেস পরেই বিয়ে করতে বসলেন কিয়ারা । বিয়েতে উপস্থিত ছিলেন কিয়ারার খুবই কাছের বন্ধু ঈসা অম্বানী থেকে শুরু করে করুন জোহর ,জুহি চাওলা ,শাহিদ কাপুর এবং আরো অনেকে ।অতিথি দেড় আপ্যায়নের সকল রকম বেবস্থা করা হয়েছিল । পাঞ্জাবি থেকে ইটালি ,মোগলাই ,কাবাব বিভিন্ন রকমের বেঞ্জনের বেবস্থা ছিল ।২০ রকমের বেশি মিষ্টির বেবস্থা ছিল খাবারের মেনুতে ।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সোনা যাচ্ছে আজকের পর আবার ১২তারিখে একটি বিয়ের রিসেপশন রাখা হয়েছে মুম্বাইতে কেবল বলিউডের মানুষদের জন্য ।কিয়ারা এবং সিদ্ধার্থের ভক্তরা খুবই আপ্লুত তাদের প্রিয় অভিনেতার বিয়ের ছবি দেখে ।হাজার কড়াকড়ির মধ্যে দিয়ে কি করে বিয়ের ছবি লিক হল তা জানা যায় নি । তবে ছবি দেখে বা বিয়ের আড়ম্বর কতটা হয়েছে তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন সাধারণ মানুষ ।

 

 

 

 

Leave a Comment