সকাল সকাল ঘুম থেকে উঠে নাচ্ছেন ‘নাটু নাটু ‘ গানের সঙ্গে শারুক খান । প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে অভিনন্দন জানাচ্ছেন সকলকে । বাদ নেই এ আর রহমান থেকে আরম্ব করে ছোট ও বড় সেলিব্রিটিরাও তাদের আনন্দ প্রকাশ করতে ।গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর আগে এসেছিল প্রায় ১০বছর আগে স্লামডগ মিলেনিয়ার সিনেমার সঙ্গে । এর পর এল ২০২৩ সালে আবার এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এল দেশে, এস এস রাজামৌলির হাত ধরে RRR এই সিনেমাটির ‘নাটু নাটু ‘ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার এল দেশে ।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চ । যেখানে সেরা গানের ক্যাটাগরিতে কে জয়ী হয়েছে তার নাম ঘোষণা করার পালা চলেছে । নাম ঘোষণা করা হল RRR এই মুভির । এর সাথেই লাফিয়ে উঠলেন সেখানে উপস্থিত RRR সিনেমাটির সমস্ত টিম এবং শুরু হল দেশ জুড়ে আনন্দ উৎসব ।
আরও পড়ুন : একাধিক ভারতীয় সিনেমা অস্কারের জন্য মনোনীত হল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটি শেয়ার করে সমস্ত RRR টিমকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন । সকালে ঘুম থেকে উঠে খবর পান কিং খান । তিনিও সমস্ত দেশবাসীকে সুবেছা জানান ,এছাড়া ‘নাটু নাটু এই গানে নেচেও সেলিব্রেট করতে থাকেন তিনি । অপরদিকে এ আর রহমান নিজে টুইট করে সকল দেশবাসীর তরফ থেকে কিরাবাণী গারুকে ও গোটা RRR টিমকে অভিনন্দন জানিয়েছেন ।