Randeep Hooda : ঘোড়ার পিঠ থেকে পরে গুরুতর আহত রণদীপ

বলিউডের বিশিষ্ট অভিনেতা রণদীপ হুডা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যাচ্ছে একটি ছবির শুটিং করার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে ভয়ঙ্কর রকম চোট পেয়েছেন বলিউডের এই তারকা । হাঁটুতে তাঁর চোট এতটাই ভয়ঙ্কর যে ডাক্তারেরা জানাচ্ছে অস্ত্রোপচারও করা হবে।

স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অভিনয় করছেন তিনি । জানা যাচ্ছে এই ছবিতে অভিনয় করার জন্য তাঁকে খুব শারীরিক কসরত করতে হয়েছে । এই ছবিতে অভিনয়ের স্বার্থে তাঁকে ২২কেজি ওজন কমাতে হয়েছে। এই প্রথম নয় এর আগেও ‘সর্বজিৎ’ ছবিতে অভিনয় করার জন্য তিনি ১৮কেজি ওজন কমিয়েছিলেন । স্বতন্ত্র বীর সাভারকর ছবিটিতে যেমন তিনি অভিনয় করছেন সঙ্গে এই ছবির পরিচালকও তিনি।

আরও পড়ুন : BHIM UPI & RuPay Debit Card :এবার ডিজিটাল লেনদেনে ক্যাশব্যাক দেবে মোদী সরকার

জানা যাচ্ছে এই ছবিতে শুটিংয়ের একটি শর্ট নেওয়ার জন্য তিনি ঘোড়ার পিঠে চেপে ছিলেন । ঘোড়াটি চলতে শুরু করলে হটাৎই তিনি জ্ঞান হারান । এমতাবস্থায় তিনি ঘোড়ার পিঠ থেকে পরে যান এবং খুবই গুরুতর আঘাত পান বাম হাঁটুতে । সঙ্গে সঙ্গে তাঁকে সবাই কাছের একটি হসপিটালে নিয়ে যান। ডাক্তাররা জানান তাঁর চোট এতটাই গুরুতর যে তাঁর বাম হাঁটুতে অস্ত্রোপচারও করা হতে পারে। ডাক্তাররা আরো জানান যে শরীরের ওজন কমানোর জন্য রণদীপের হাঁটুটিতে মাংস একদম নেই তাই পড়ে যাওয়ার পর সবথেকে বেশি হাঁটুতে তিনি চোট পেয়েছেন । এই মুহূর্তে রণদীপের হাঁটুতে অপারেশন করা হবে এবং যতদিন তা না হচ্ছে রণদীপকে বিশ্রামে থাকতে হবে ।

 

 

Leave a Comment