Indian Railway :এবার ট্রেনে থেকেই টিকিটের যাত্রাপথ বৃদ্ধি করতে পারবেন

আমরা যারা দূর পাল্লার ট্রেনে যাত্রা করে থাকি তাঁরা প্রত্যেকেই তৎকাল টিকিটের কথা জানি।কোথাও ঘুরতে যাওয়ার বা কোন কাজে যাওয়ার যদি দিন ক্ষণ ঠিক থাকে তাহলে আমরা রিজার্বিসন টিকিট কেটে থাকি কিন্তু যদি খুব এমার্জেন্সি এসে যায় অর্থাৎ আপনাকে কোন কাজে এখুনি যেতে হবে সে ক্ষেত্রে এই তৎকাল টিকিট কাটা যায় । এক্ষেত্রে একটা সমস্যায় পড়েন যাত্রীরা ,ধরুন আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে এবং আপনি সেই জন্য তৎকাল টিকিট কেটেছেন কিন্তু পরে দেখলেন ট্রেন আসছেন ৩ থেকে ৪ঘন্টা লেটে । সেক্ষেত্রে আপনার যাওয়ার আর কোন প্রয়োজন পড়বে না । তখন আপনি কি করবেন ?টিকিট তো কেটে ফেলেছেন । এই টিকিট কি ক্যানসেল করা যাবে বা টাকা কি ফেরত পাওয়া যাবে ?

Indian Railway

অবশ্যই টাকা ফেরত পাওয়া যাবে বা টিকিট ক্যানসেল আপনি করতে পারবেন। যদি ৩ঘন্টার উপর ট্রেন লেট্ থাকে তাহলে আপনি তৎকাল টিকিটের টাকা ফেরত চাইতে পারেন । অনেক সময়ই ট্রেন প্রাকৃতিক দুর্যোগ বা নানান কারণে লেট্ হয়ে থাকে তখন আপনি আপনার টিকিটি ক্যানসেল করতে পারবেন ।

Indian Railway

এছাড়াও অনেক সময় আমরা টিকিট কেটে ট্রেনে ওঠার পর গন্তব্য স্থানে পৌঁছনোর আগেই আমাদের আরো কিছুটা দূরে যাওয়ার প্রয়োজন হয়ে পরে সে ক্ষেত্রেও আপনি আপনার টিকিটের যাত্রাপথ বাড়াতে পারবেন । এর জন্য অবশ্যি আপনাকে ট্রেনে থাকা টিটিকে কোথায় যেতে চান এবং আপনার টিকিটি দেখতে হবে তার পর টিটি আপনাকে নতুন টিকিট করে দেবেন ।

আরও পড়ুন : Aishwarya Rai : খাজনা ফাঁকি দিয়েছেন ঐশ্বর্য রায়, নোটিস ধরাল আয়কর দফতর

 

Leave a Comment