Makar Sankranti 2023 :এইবছর ২০২৩ সালের মকর সংক্রান্তি কবে পালন করা হবে ১৪ই না ১৫ই জানুয়ারি তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর তরজা । আসলে এইবছর মকর সংক্রান্তির তিথি পঞ্জিকা মতে পড়েছে ১৪ই জানুয়ারি কিন্তু তিথি ১৫ই জানুয়ারি পর্যন্ত থাকবে । তাই আপনিও ভাবছেন কবে মকর সংক্রান্তির পুন্য স্নান আপনি করবেন ।
আরও পড়ুন : এবার ১৫০ টাকার কম হতে চলেছে ইলেকট্রিক বিল ,বিরাট ঘোষণা সরকারের
আরও পড়ুন : একাধিক ভারতীয় সিনেমা অস্কারের জন্য মনোনীত হল
মকর সংক্রান্তির দিন ধরা হয় পৌষ মাসের শেষ দিনকে । ওই দিন বাংলায় মানুষ পবিত্র গঙ্গায় চান করে সূর্য প্রণামের মাধ্যমে দিনটিকে পালন করে থাকেন । বাংলায় যেরকম মকর সংক্রান্তির দিনটিকে পবিত্র হিসাবে পালন করা হয় ঠিক অন্য রাজ্যেও এই দিনটিকে পবিত্র মানা হয় । বিভিন্ন রাজ্য অন্য নাম দিনটিকে পালন করা হয় ।যেমন গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু নামে দিনটিতে আনন্দ করা হয় ।
এই দিনটিতে বাঙালির ঘরে ঘরে পিঠে ও পুলির উৎসব হয়ে থাকে । বাংলা মানুষরা নানান ধরণের পিঠে বানিয়ে একে ওপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন ।তাছাড়া বাংলায় বিভিন্ন জায়গায় এই দিনটিতে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়ে থাকে । বাঙালিরা একে ওপরের ঘুড়ি কাটার মাধ্যমে উৎসব পালন করে থাকেন ।এই বছর মকর সংক্রান্তির পুন্য তিথি পড়েছে ১৪ই জানুয়ারি, সময় রাত্রি ৮.১৪ মিনিটে । কিন্তু রাতে তিথি পড়ায় ওই সময় চান করা যাবে না । তাহলে পুন্য স্নান কখন হবে ? ১৫ই জানুয়ারি হবে মকর সংক্রান্তির পুন্য স্নান । এই বছর তিথি ১৪ই জানুয়ারি শুরু হলেও থাকছে ১৫ই জানুয়ারি পর্যন্ত । এই দিন অর্থাৎ ১৫ই জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধ্যে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির পুন্য তিথি থাকবে । এই সময়ের মধ্যে পুন্য স্নান করে পুণ্যি লাভ করতে পারবেন ।