রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যুৎ মন্ত্রীর বড় ঘোষণা প্রায় ৩৭ হাজারের বেশি স্মার্ট মিটার (Smart meter) বসান হতে চলেছে । এই স্মার্ট মিটার বসানোর ফলে একধাক্কায় প্রতিটা মানুষের বিদ্যুতের বিল (Electric bill) বেশ খানিকটা কমতে চলেছে। মিটারের রিডিং নেওয়ার ক্ষেত্রেও বড় পরিবর্তন হতে চলেছে ।এবার থেকে বিদ্যুৎ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আর মিটাররে রিডিং নেবেন না |স্মার্ট মিটার লাগান হলে নিজেদের অফিস থেকেই গ্রাহকের মাসিক ইলেকট্রিক খরচের সমস্ত হিসাব পেয়ে যাবেন । তাই এখনকার মত বিদ্যুৎ কর্মীদের আর মানুষের বাড়ি ঘুরতে হবে না ।
স্মার্ট মিটার লাগানোর সুবিধা :
- এবার থেকে বিদ্যুৎ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আর মিটাররে রিডিং নেবেন না বরং নিজেদের অফিসে বসেই প্রতিটা মানুষ প্রতি মাসে কতটা বিদ্যুৎ খরচ করছে তা দেখতে পাবেন এবং সেখান থেকেই তার বিল তৈরী করে ফেলবেন ।
- যেহেতু তিন মাসে একবার রিডিং নেওয়া হয় তাই ২০০ ইউনিট ক্রস করলেই স্লেপ বেড়ে যেত এবং গ্রাহককে বেশি টাকা দিতে হত । এবার এই স্মার্ট মিটার লাগান হলে বিদ্যুৎ কর্মীরা প্রতিমাসে বিল তরী করবেন তাই প্রতি মাসে ২০০ ইউনিট স্লেপ বেশির ভাগ মানুষের কভার হবে না ফলে বিদ্যুতের বিল অনকেকটা কমবে বলে মনে করা হচ্ছে ।
- যেহেতু বিদ্যুৎ গ্রাহকদের বাড়ি আর যেতে হবে না রিডিং দেখতে তাই সকারের অনেক টাকাও সাশ্রয় হতে চলেছে ।
বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভায় এই স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব পাশ করিয়েছেন । তিনি জানান এই ৩৭হাজার স্মার্ট মিটার লাগানোর পক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে । এই প্রকল্পের জন্য সরকারে খরচ হবে প্রায় ১২কোটি টাকা । এই টাকার মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ৬০% এবং ৪০% দেবে রাজ্য সরকার ।