বিকিনিতে দেবলীনার ‘বেশরম রং’ গানে নাচ দেখে কটাক্ষ,মোটেই ভাল হয়নি নাচ দীপিকা ৫০গুন্ ভাল নেচেছে ,রইল ভিডিও

এবার ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানে নেচে কটাক্ষের মুখে পড়লেন দেবলীনা কুমার । এরআগে ভাইরাল ‘রঙ্গবতী’ গানেও তিনি নেচে ছিলেন কিন্তু সে সময় তাঁর নাচ খুবই ভালো লেগেছিলো ভক্তদের । এখন এই ডিজিটাল যুগে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সেলিব্রিটিরা সবাই মজে আছে রিল ভিডিও বানাতে । দেবলীনাও তার ইনস্টাগ্রাম একাউন্টে মাঝে মধ্যেই রিল ভিডিও আপলোড করেন যা প্রশংসা পায় দর্শকদের । এবার ‘পাঠান’ এর ভাইরাল গানে নেচে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়লেন দেবলীনা ।

আরও পড়ুন :এবার ১৫০ টাকার কম হতে চলেছে ইলেকট্রিক বিল ,বিরাট ঘোষণা সরকারের

আরও পড়ুন : আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে শচীনকে টপকে গেলেন বিরাট

আসলে দেবলীনা কোথাও ঘুরতে গিয়েছেন এবং সেখানে নীল সমুদ্রের জল ও খোলা আকাশ দেখে ‘রিল’ বানানোর লোভ সামলাতে পারেন নি তিনি ।’বেশরম রং’ গানের দৃশ্যের সঙ্গে ঘুরতে যাওয়া লোকেশনের খানিকটা মিল খুঁজে পেয়েছিলেন তিনি । বিকিনি পোরে গানের তালে নাচলেন এবং রিল বানালেন দেবলীনা । ভিডিও আপলোড হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর নাচের যেমন প্রশংসা তিনি কুড়োলেন তেমনি বেশ কিছু মানুষের কটাক্ষের মুখে পড়লেন তিনি ।কেউ বলছেন দেখুন ‘ইনি আবার কিছুদিন পরেই ভোট দাঁড়াবেন” । এর উত্তরে দেবলীনা লেখেন ‘নিশ্চই, ভোটটা আমাকে দেবেন কিন্তু” । আবার কেউ লেখেন, নাচটা মোটেও ভালো হয়নি তোমার থেকে ৫০গুন্ ভাল নেচেছে দীপিকা । যদিও এই রকম কোথায় রাগ করেন নি দেবলীনা । বরঞ্চ তিনি খুব ভাল ভাবেই লেখেন যে এটা ঠিক কথা কারণ আমি তো দীপিকা নোই ।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

 

 

Leave a Comment