আজকাল এই ডিজিটাল যুগে আমরা বেশিরভাগ মানুষই ক্যাশলেস কেনাকাটা করতে ভালোবসি । এর জন্য সবথেকে বেশি আমরা আজকাল UPI এর মাধ্যমে লেনদেন করে থাকি । এবার সেই লেনদেনের উপর একটু আলাদা রকম স্বাদ পেতে চলেছেন । এখন থেকে BHIM UPI এবং Rupay Card-এর ব্যবহার করলে আপনাকে ক্যাশবেক দেবে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য প্রায় ২,৬০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে । ডিজিটাল লেনদেনে আরও জোর দিতে বড় সিদ্ধান্ত নেওয়া হোল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যাতে সরাসরি লাভবান হতে চলেছেন সাধারণ মানুষ । টুইটে জানান হয়েছে RuPay ডেবিট কার্ড এবং BHIM-UPI-এর মাধ্যমে ছোট লেনদেনের জন্য এই ক্যাশবেক দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
আরও পড়ুন : Randeep Hooda : ঘোড়ার পিঠ থেকে পরে গুরুতর আহত রণদীপ
কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে যা জানা গেছে আপনি যদি কার্ডের মাধ্যমে পেমেন্টে করেন সেক্ষেত্রে ০.৪ শতাংশ ক্যাশবেক দেওয়া হবে । এবার আপনি যদি BHIM UPI-এর সাহায্যে ২০০০টাকার নিচে কিছু লেনদেন বা কেনা কাটা করেন তাহলে আপনাকে ০.২৫ শতাংশ ক্যাশবেক দেওয়া হবে । এবার যদি BHIM UPI থেকে বীমা, মিউচুয়াল ফান্ড, গয়না এবং পেট্রোলিয়াম পণ্যের মতো জিনিসগুলির জন্য লেনদেন করেন সেক্ষেত্রে আপনি ০.১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।