আয়কর ফাঁকি দিয়েছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায়(Aishwarya Rai) তাও আবার এক আধ টাকা নয় পুরো ২২ হাজার টাকা এইরকমই দাবি আয়কর দফতরের। একটি নোটিস পাঠান হয়েছে ঐশ্বর্য রায়ের বাড়িতে যেখানে দাবি করা হয়েছে তিনি আয়কর ফাঁকি দিয়েছেন। ২২হাজার টাকা কর ফাঁকি দেওয়ার নোটিস এল বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায়ের বাড়িতে । আয়কর দফতরের দাবি ঐশ্বর্য রায়কে এর আগে অনেক বার জানান হয়েছে এই টাকা মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি বা তার পরিবারের তরফ থেকে কোন যোগাযোগ করা হয়নি একরকম কর্নপাত করেননি বিশ্বসুন্দরী ।তাই আয়কর দফতরের তরফ থেকে করা বেবস্থা নেওয়া হল পাঠান হল নোটস দেওয়া হল টাইম । জানান হয়েছে নোটিসে দেওয়া টাইম অর্থাৎ ১০ দিনের মধ্যে যদি ঐশ্বর্য এই টাকা অথাৎ ২২ হাজার টাকা না আয়কর জমা করেন তাহলে উপযুক্ত বেবস্থা নেবে আয়কর দফতর।
সূত্র মারফত জানা গিয়েছে মহারাষ্ট্রের থানগাঁও শিনারের কাছে বেশ কিছু সম্পত্তি রয়েছে ঐশ্বর্যর যার কর তিনি দেন নি । বারম্বার আয়কর দফতরের তরফ থেকে করের ২২ হাজার টাকা মিটিয়ে দেওয়ার কথা জানান হলেও অভিনেত্রীর তরফ থেকে কোন উত্তর আসেনি । আয়কর দফতর জানিয়েছে এই ১০দিনের মধ্যে টাকা না মেটালে ঐশ্বর্যর বিরুধ্যে ১৭৪ ধারায় আইনি ব্যবস্থ্যা নেওয়া হবে। অভিনেত্রীর তরফ থেকে তাঁর আইন জিবি জানিয়েছেন বুধবার এই টাকা মিটিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : Watch Video : হাত ফসকালেই সব শেষ।,কিছু না ধরেই রেলিঙে দাঁড়িয়ে জানলা পরিষ্কার করছেন মহিলা ।
আরও পড়ুন :Nayanthara: নয়নতারাকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য একসঙ্গে রাত কাটানোর শর্ত দেওয়া হয়েছিল
আরও পড়ুন : Indian Railway :এবার ট্রেনে থেকেই টিকিটের যাত্রাপথ বৃদ্ধি করতে পারবেন