এই ডিজিটাল যুগে আমাদের চোখে কত কিছুই না পরে ।সারাদিনে বেশিরভাগ সময় আমরা কাটাই ইন্টারনেটে ।আমাদের হাতের মুঠোয় রয়েছে ফোন এবং এই ফোন খুললেই আমরা আমাদের চোখের সামনে কত রকমের ছবি বা ভিডিও চলে আসে ।এই সকল ভিডিওর মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা আমরা কোন দিন দেখিনি বা যা দেখে আমাদের চোখ কপালে উঠবে । আর এই সকল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয় ।
আরও পড়ুন : voter list name search : ৫লক্ষ্য নাম বাতিল হল ,আপনার নাম দেখুন
আজ এই রকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে যেখানে একজন বেক্তিকে একটি আস্ত মটর বাইক মাথায় করে বাসের মাথার উপরে উঠতে দেখা যাচ্ছে ।এই ভিডিও দেখে চোখ ছানাবড়া হয়ে যাবে আপনার। ভাববেন এটা কি করে সম্বব একটা এত ভারী বাইক মাথায় নিয়ে একটি সিঁড়ি বেয়ে কোন মানুষ কারুর সাহায্য ছাড়াই বাসের মাথায় উঠছে ।এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে ।কোথাকার ভিডিও এটি তা না জানা গেলেও লোক খুবই আশ্চর্য হয়েছে কোন মানুষের এই রকম সাহস ও ক্ষমতা দেখে ।
शिकायत थी तुझसे ऐ ज़िन्दगी लेकिन जब ये मंजर देखा तो सारी शिकायत छोड़ दी हमने…💔😭https://t.co/ze2kV0wlSa pic.twitter.com/nqu76k5D8u
— Shatrughan Sinha (Parody) (@Sihnaparody) January 15, 2023